কুমিরভর্তি জলাশয়ে ওই ব্যক্তি। ছবি সৌজন্য টুইটার।
কথায় আছে, জলে কুমির, ডাঙায় বাঘ। জলে নেমে কুমিরের সঙ্গে ওস্তাদি করা মোটেই উচিত নয়, সেটা হাড়ে হাড়ে টের পেলেন এক ব্যক্তি।
নিজের দুঃসাহস দেখানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন ওই ব্যক্তি। আর সেই চ্যালেঞ্জ নিলেন কুমিরভর্তি জলাশয়ে নেমে সাঁতার কেটে। তিনি জানতেন, সাক্ষাৎ মৃত্যুর মুখে নামতে চলেছেন। তা জেনেও সাহসিকতার পরিচয় দিতে গিয়ে জলাশয়ে সাঁতার কাটতে নামেন।
সাঁতার কেটে একটি কুমিরের কাছেও পৌঁছে যান ওই ব্যক্তি। তার পাশে আরও একটি কুমিরকে দেখা যায়। দু’টি প্রাণীই শান্ত ছিল। কিন্তু প্রবৃত্তি কেউ ভোলে না। হঠাৎই খুব কাছে চলে আসে একটি কুমির।
হঠাৎই একটি কুমির ওই ব্যক্তির উপর হামলা চালায়। তাঁর কাঁধে কামড় বসানোর চেষ্টা করে। কোনও রকমে প্রাণ হাতে করে ডাঙায় উঠে পড়েন তিনি।
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই, অনেকে ওই ব্যক্তিকে ‘পাগল’ বলে বর্ণনা করেছেন। এক জন আবার বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে এমন বাহাদুরি দেখাক। ওখান থেকে আর গোটা শরীর নিয়ে ফিরতে হবে না!’