China

China: পাঁচ তলা আবাসন থেকে পড়ছিল শিশু, ছুটে এসে লুফে নিলেন তরুণ!

পাঁচ তলার জানলা থেকে পড়ে যাচ্ছিল শিশুটি। ছুটে গিয়ে তাকে লুফে নিলেন এক ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৮:০৫
Share:

পাঁচ তলার জানলা থেকে পড়ে যাচ্ছে একরত্তি। — ছবি টুইটারের ভিডিয়ো থেকে।

পাঁচ তলার জানলা থেকে পড়ে যাচ্ছে একরত্তি। দেখে শিউরে উঠছেন লোকজন। এক জন অবশ্য স্নায়ু শক্ত রেখেই ছুটে এলেন। তার পর লুফে নিলেন আড়াই বছরের শিশুটিকে। অল্পের জন্য বেঁচে গেল শিশুটি। ভিডিয়ো এখন ভাইরাল। চিনের ঝেজিয়াং প্রদেশের শুংজিয়াংয়ের ঘটনা।

Advertisement

ভিডিয়োটি প্রথম পোস্ট করেন চিনের এক সরকারি কর্মী। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিয়োটি দেখেছেন ৬৮ হাজার জন। জানা গিয়েছে, উদ্ধারকারী ওই ব্যক্তির নাম শেন ডং। রাস্তায় নিজের গাড়ি পার্ক করছিলেন। দেখেন, বহুতলের ওপর থেকে পড়ছে শিশুটি। প্রথমে পাঁচ তলায় একটি ইস্পাতের চালে আটকে পড়ে শিশুটি। তার পর ফের সেখান থেকে ছিটকে মাটির দিকে পড়তে থাকে শিশুটি।

তখনই ছুটে যান ডং। তাঁকে দেখে এক মহিলাও ছুটে আসেন। শেষ পর্যন্ত শিশুটিকে লুফে নেন ডংই। নেটাগরিকরা ‘হিরো’র তকমা দিয়েছেন তাঁকে। শিশুটির পা এবং ফুসফুসে চোট লেগেছে। এখন হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ রয়েছে সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement