হুগলির ভদ্রেশ্বরে এক মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগায় আহত হলেন চার জন। —প্রতীকী চিত্র।
হুগলির ভদ্রেশ্বরে এক মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগায় আহত হলেন চার জন। পরিবারের চার জনকে অগ্নিদগ্ধ অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কী ভাবে ওই বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ওই মিষ্টি ব্যবসায়ীর নাম রমেশ মান্না। চন্দননগরে ওই ব্যবসায়ীর চারটি মিষ্টির দোকান রয়েছে। বুধবার দুপুর ৩টে নাগাদ ভদ্রেশ্বর থানার খলিসানি এলাকার মান্নাপাড়ায় রমেশের বাড়িতে আগুন লাগে। গুরুতর আহত হন রমেশ, তাঁর স্ত্রী সুস্মিতা মান্না এবং দুই কন্যা পৃথা মান্না এবং পর্ণা মান্না। দুই কন্যারই বয়স ২২ থেকে ২৫-এর মধ্যে।
বাড়িতে আগুন জ্বলতে দেখেই পরিবারের চার জনকে বাড়ি থেকে বার করে আনেন স্থানীয়েরা। প্রথমে তাঁদের চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় পরে চার জনকেই কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এক প্রতিবেশী জানান, দুপুরে হঠাৎ একটি শব্দ শুনতে পান তাঁরা। তার পরেই দেখেন মান্নাবাড়িতে আগুন লেগেছে। হঠাৎ কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আহত চার জনকে দেখতে চন্দননগর হাসপাতালে গিয়েছিলেন চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।