সাই সুদর্শন। —ফাইল চিত্র।
অহমদাবাদে ঝড় তুললেন সাই সুদর্শন। তাঁর ব্যাটে ভর করেই ২১৭ রান তুলল গুজরাত টাইটান্স। জিততে হলে বুধবার রাজস্থান রয়্যালসকে তুলতে হবে ২১৮ রান।
টস জিতে গুজরাতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুতেই শুভমন গিলকে (২) বোল্ড করে দেন জফ্রা আর্চার। কিন্তু সেই ধাক্কা সঙ্গে সঙ্গে কাটিয়ে ওঠে গুজরাত। ঘরের মাঠে সুদর্শন এবং জস বাটলার মিলে ৮০ রানের জুটি গড়েন। ওভার প্রতি ১০ রান করে তুলছিলেন তাঁরা। সেই জুটি ভাঙেন মাহেশ থিকসানা।
বাটলার ৩৬ রান করে আউট হলেও রানের গতি কমতে দেননি শাহরুখ খান। ২০ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শাহরুখের উইকেটটিও নেন থিকসানা। পরের দিকে নেমে রাহুল তেওয়াটিয়া (১২ বলে ২৪ রান) এবং রশিদ খানও (৪ বলে ১২ রান) দ্রুত রান তোলেন।
গুজরাতের হয়ে সেরা ইনিংসটি যদিও খেলেন ওপেন করতে নামা সুদর্শন। ৫৩ বলে ৮২ রান করেন তিনি। তিনটি ছক্কা এবং আটটি চার মারেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। ২০ ওভারে ২১৭ রান তোলে গুজরাত।
রাজস্থানকে জিততে হলে ২১৮ রান করতে হবে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালদের ব্যাট চললে যা খুব বেশি রান নয়। গুজরাতের মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণেরা যদিও খুব সহজে সেটা হতে দেবেন না।