প্রতীকী ছবি।
ব্রিটেনে এক মুসলিম মহিলাকে রাস্তায় ফেলে তাঁর হিজাব টেনে ছিঁড়ে ফেললেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পিটাবরোর ফেনগেটে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর তিন বছরের মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ই শ্বেতাঙ্গ এক ব্যক্তি পিছন থেকে এসে ওই মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। তার পর হিজাব টেনে খুলে ফেলে দেন। ঘটনাটিকে জাতিবিদ্বেষ বা ধর্মের প্রতি ঘৃণা থেকেই আক্রমণ বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই ঘটনায় মহিলা সামান্য জখম হন। পুলিশ আসার আগেই পালিয়ে যান অভিযুক্তও।
আরও পড়ুন: ভবিষ্যদ্বাণী না মেলায় লাইভ টিভিতে নিজের বই চিবিয়ে খেলেন লেখক!
এমন একটা সময়ে এই ঘটনাটা ঘটেছে যখন লন্ডনে পর পর বিস্ফোরণে নাম জড়িয়েছে মুসলিম বংশোদ্ভূতদের। লন্ডনে হামলার পর থেকেই মুসলিমদের উপর আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। মেয়র সাদিক খান গত সপ্তাহেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এমন ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণ, তার পর লন্ডন ব্রিজে হামলা— পর পর ঘটনায় লন্ডনে বসবাসকারী মুসলিমদের উপর ঘৃণাবশত হামলা চালানো হচ্ছে বলে পুলিশের তরফে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।