Petrol- Diesel Price

রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থার পাম্পে পেট্রল, ডিজেলের দাম আলাদা! সমস্যায় ক্রেতা

বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থার পাম্পে পণ্য দু’টি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এর ফলে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। সমস্যায় পড়েছেন বিক্রেতারা।

Advertisement

অঙ্কুর সেনগুপ্ত

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৭:১৩
Share:

বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থার পাম্পে পণ্য দু’টি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। — প্রতীকী চিত্র।

অদূর ভবিষ্যতে দেশের সমস্ত রাজ্যে পেট্রোপণ্যের ‘এক রাজ্য এক দাম’ চালু হওয়ার কথা। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে এই নীতি এবং পরিবহণ খরচ বদলের কারণে গত ৩০ অক্টোবর থেকে পেট্রল ও ডিজ়েলের দাম পরিবর্তন হয়েছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থার পাম্পে পণ্য দু’টি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এর ফলে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। সমস্যায় পড়েছেন বিক্রেতারা।

Advertisement

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সেন বলছেন, ‘‘আমাদের সদস্যদের থেকে যা খবর পাচ্ছি তা চূড়ান্ত বিভ্রান্তিকর। একেক জায়গার পাম্পে দাম একেক দাম। সংস্থাগুলিকে জানিয়েছি। কারণ, এর ক্রেতাদের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে।’’ ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের সভাপতি জন মুখোপাধ্যায়ের কথায়, ‘‘ডিলার কমিশন কোনও বিষয় নয়। পরিবহণ খরচই কারণ।’’

সংশ্লিষ্ট মহলের খবর, ইন্ডিয়ান অয়েল ছাড়া অন্যান্য সংস্থার ক্ষেত্রে কলকাতার বহু পাম্পেই পেট্রলের বিক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা। যদিও সরকারি ভাবে খুচরো দাম ১০৪.৯৫ টাকা। অন্য দিকে, ডিজ়েল ৯১.৭৬ টাকা থেকে বেড়ে ৯১.৮১ টাকা হয়েছে। প্রসেনজিৎ জানান, পার্ক স্ট্রিট এলাকায় ভারত পেট্রোলিয়ামের পাম্পে পেট্রল ১০৪.৯০ টাকায় বিক্রি হচ্ছে। ডিজ়েল ৯১.৭১ টাকা। আবার দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাম্পে এই দাম যথাক্রমে ১০৪.৯৯ টাকা ও ৯১.৮১ টাকা। হাওড়ার তিনটি তেল সংস্থার অধিকাংশ পাম্পেই দাম যথাক্রমে ১০৫.০১ টাকা ও ৯১.৮১ টাকা। আবার বিটি রোডের দিকে হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পে তা ১০৫ টাকা ও ৯১.৭৫ টাকা। একই এলাকায় ভারত পেট্রোলিয়ামের পাম্পে ১০৫ টাকা এবং ৯১.৮৪ টাকা।

Advertisement

হলদিয়া, শিলিগুড়ি, আসানসোল-সহ রাজ্যের সব জায়গাতেই এই দাম সামান্য পরিবর্তন হয়েছে। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে দাম পরিবর্তনের কথা স্বীকার করে নিয়ে জানানো হয়েছে, এই পরিবর্তন হয়েছে কেন্দ্রীয় ভাবে। সূত্রের খবর,পেট্রল-ডিজ়েলের এক দাম কার্যকর করতে একটা প্রযুক্তি চালু হয়েছে। প্রথমে কিছু সমস্যা হচ্ছে। তা দ্রুত মিটে যাবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। প্রসেনজিৎ বলেন, ‘‘চলতি মাসের শুরু থেকেই এই ফারাক বড় হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় কিছুটা কমেছে। দেখা যাচ্ছে নিকটবর্তী দু’টি এলাকার পাম্পের মধ্যে প্রতি লিটার পেট্রলে ১০-১১ পয়সা পর্যন্ত ফারাক হচ্ছে। ডিজ়েলে এই ফারাক৫-৬ পয়সা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement