প্রতীকী ছবি
এত দিন কিছু না-করার জন্যেই একটি সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা লাফার্জহোলসিম লিমিটেডের থেকে মাসিক ১৮ হাজার ডলার পেতেন তিনি। সুযোগ ছিল সংস্থার থেকে ২০ লক্ষ ডলার তুলে নেওয়ার। সেই দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। তবে বিধি বাম। মাত্র দু’দিনের ব্যবধানের কারণে তা ফস্কে গেল ওই প্রাক্তন আধিকারিক অ্যান্টন জ়েননের হাত থেকে!
২০১৫ সালে লাফার্জ এসএ-র সঙ্গে মিশে যায় হলসিম লিমিটেড। জানানো হয় কিছু কর্মীকে সরিয়ে দেওয়া হবে। কর্মীদের চুক্তি অনুযায়ী পাওনাও মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। অ্যান্টন ভেবেছিলেন, সব ঠিক থাকলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকটাই লক্ষ্মীলাভ হবে। তবে প্যারিসের এক আপিল কোর্ট জানিয়ে দেয়, তা আদৌ সম্ভব নয়। কারণ, তিনি আগেই সিঙ্গাপুরে অন্য একটি পদে যোগ দেওয়ার সুযোগ গ্রহণ করে ফেলেছিলেন। ফলে লাফার্জের সঙ্গে তাঁর আগের চুক্তিটি বাতিল হয়ে গিয়েছিল। ২০১৫ সালের মে মাসে দুই সংস্থা সমন্বয়ের ঘোষণার ঠিক দু’দিন আগেই সিঙ্গাপুরে অন্য পদে যোগ দেওয়ার কথা ই মেল-এ জানান অ্যান্টন। তার জেরেই ২০ লক্ষ ডলার হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে আদালত।