মহিলাদের শৌচাগারে গোপন ক্যামেরা বসানোর তদন্তে তাইল্য়ান্ড পুলিশ। ছবি: টুইটার থেকে নেওয়া।
ব্যাঙ্ককে অস্ট্রেলিয়ার দূতাবাসে মহিলাদের শৌচাগারে গোপন ক্যামেরা বসানোর দায়ে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। অস্ট্রেলিয়ার বিদেশ দফতরের তরফে শনিবার এ খবর জানানো হয়েছে।
ধৃত ব্যক্তি তাইল্যান্ডের নাগরিক এবং ব্যাঙ্ককের অস্ট্রেলীয় দূতাবাসেরই প্রাক্তন কর্মী। দূতাবাসে মহিলাদের শৌচাগারে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাঁকে তাইল্যান্ডের পুলিশই গ্রেফতার করে বলে অস্ট্রেলিয়ার বিদেশ দফতর জানিয়েছে।
রয়্যাল তাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি মহিলাদের শৌচাগারের মেঝেতে এসডি কার্ড মেলার পরে বিষয়টি নজরে আসে। দূতাবাস কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু হয়। সেই সূত্রেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।