Bull

Viral: ষাঁড় নিয়ে মজা! শিং ধরতেই ফল পেলেন হাতে হাতে

একটা সময় দেখা যায়, ষাঁড়ের খুব কাছে দাঁড়িয়ে সেটির শিঙে হাত দিচ্ছেন। আর তার পরই যা হল, তা দেখে শিউরে উঠবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৭:২৯
Share:

ভয়ঙ্কর সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ছবি সৌজন্য টুইটার।

ষাঁড় নিয়ে মজা করার ফল হাড়ে হাড়ে টের পেলেন এক ব্যক্তি। রাস্তায় দাঁড়ানো একটি ষাঁড়কে অনেক ক্ষণ ধরে উত্ত্যক্ত করছিলেন তিনি। একটা সময় দেখা যায়, ষাঁড়ের খুব কাছে দাঁড়িয়ে সেটির শিঙে হাত দিচ্ছেন। আর তার পরই যা হল, তা দেখে শিউরে উঠবেন।

Advertisement

হঠাৎই ক্ষেপে যায় ষাঁড়। সামনে দাঁড়ানো লোকটিকে শিং দিয়ে মুখে গুঁতো মারতেই মাটিতে পড়ে যান তিনি। তাঁর বুকে পা দিয়ে আঘাতও করতে দেখা যায় ষাঁড়টিকে। তার পরই সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ষাঁড়ের এই কাণ্ড দেখে সামনে দাঁড়ানো ভিড় তখন এ দিক-ও দিক ছিটকে যেতে শুরু করে।

বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিডিয়োটি স্পেনের। সে দেশে ষাঁড়ের লড়াই একটি বৈধ খেলা। এই ঘটনাটি সেই খেলারই একটি অংশ ছিল বলে দাবি করা হয়েছে। ওই খেলার সময়ই এই ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement