মলদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব।- ছবি: এপি।
দেশের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে খুনের চক্রান্তের দায়ে গ্রেফতার করা হল মলদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে। তাঁকে ধুনিধু দ্বীপে জেলে রাখা হয়েছে বলে মলদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রী উমর নাসির জানিয়েছেন। ধৃত ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ।
গত মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট যখন নৌকাবিহার করছিলেন, তখন তাঁর নৌকো লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অল্পের জন্য বেঁচে যান প্রেসিডেন্ট ইয়ামিন। তদন্তে বেরিয়ে আসে ওই ঘটনায় জড়িত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব।