ইমানুয়েল মাকরঁ।— ফাইল চিত্র
প্রেসিডেন্ট পদে জিতে সকলকে চমকে দিয়েছিলেন ইমানুয়েল মাকরঁ। এ বার ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডেও তাঁর দলেরই জয়জয়কার। প্রত্যাশা মতোই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে মাকরঁ-এর দল। সরকারি সূত্রে খবর, প্রাথমিক গণনার ইঙ্গিত অনুয়ায়ী মাকরঁ-এর দল (রিপাবলিকান অন দ্য মুভ) ৩০ শতাংশেরও বেশি ভোট পেতে চলেছে। তবে মোটের উপর ভোট বেশ কম পড়েছে।
আরও পড়ুন: মধ্যপন্থীকেই বাছল ফ্রান্স, ৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী মাক্রঁ
রিপাবলিকান অন দ্য মুভ-এর দাবি, ৫৭৭টির মধ্যে কম করে ৪৪৫টি আসন তাদের দখলে আসতে চলেছে। তাদের আরও দাবি, সোশ্যালিস্টরা গত বারের থেকে প্রায় ২০০টি আসন কম পাবে। বিপুল জনসমর্থন নিয়ে ফরাসি প্রেসিডেন্টের আসনে বসা তরুণ নেতা মাকরঁ-এর এই জয় প্রত্যাশিতই ছিল বলে মত পর্যবেক্ষকদের। দ্বিতীয় রাউন্ডের নির্বাচন আগামী রবিবার।