Delhi Pollution

পর পর তিন দিন! শুক্রেও ‘ভয়াবহ’ দিল্লির দূষণ! দূষিত শহরের তালিকায় লাহোরের পরেই রাজধানী

পর পর তিন দিন। বুধ, বৃহস্পতির পর শুক্রবারও দিল্লির বাতাসে দূষণের পরিমাণ ‘ভয়াবহ’ রইল। সকালে দেশের রাজধানী শহরে বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) রয়েছে ৪৯৮।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১০:৫৪
Share:

ঘন ধোঁয়াশায় কমেছে দৃশ্যমানতা। শুক্রবার সকালে দিল্লিতে। ছবি: সংগৃহীত।

পর পর তিন দিন। বুধ, বৃহস্পতির পর শুক্রবারও দিল্লির বাতাসে দূষণের পরিমাণ ‘ভয়াবহ’ রইল। সকালে দেশের রাজধানী শহরে বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) রয়েছে ৪৯৮। গুণগত মান এই পর্যায়ে থাকলে, তাকে ‘ভয়াবহই’ বলা হয়ে থাকে। সুইস সংস্থা ‘আইকিউ এয়ার’ নির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে বিশ্বের বড় শহরগুলির দূষণের মাত্রা জানিয়ে থাকে। কয়েক দিন আগেই সংস্থাটি জানিয়েছিল, পাকিস্তানের লাহোর বিশ্বের ‘দূষিততম শহর’। লাহোরে বাতাসের গুণগত মান ৭৭০। সেই তুলনায় পরিস্থিতি অনেকটা ভাল হলেও তার পরেই রয়েছে দিল্লি।

Advertisement

দিল্লির যে এলাকাগুলিতে দূষণের মাত্রা সবচেয়ে উদ্বেগজনক, সেগুলি হল জাহাঙ্গিরপুরী, ওয়াজ়িরপুর, রোহিণী, পঞ্জাবি বাগ। দিল্লির দূষণ ঘিরে উদ্বেগের আবহেই শুক্রবার থেকে আরও কড়াকড়ি করা হচ্ছে রাজধানীতে। দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হয়েছে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হচ্ছে এই সতর্কতামূলক পদক্ষেপের আওতায়। এখনই প্রয়োজন নেই, এমন নির্মাণের কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকছে। কমানো হচ্ছে বাসের সংখ্যাও। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না-জানানো পর্যন্ত শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক স্কুল (প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত)-এ অনলাইন পঠনপাঠন চলবে।

আপাতত বিএস ৩-এর নীচে থাকা পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজ়েল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায়। একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ এবং নয়ডায়। একমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনের ক্ষেত্রেই ডিজ়েল চালিত জেনারেটর ব্যবহার করা যাবে। জিআরএপি ৩ কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হবে।

Advertisement

বৃহস্পতিবার সকালে দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক পৌঁছে গিয়েছিল ৪২৮-এ। ওই দিন দিল্লি লাগোয়া আগরায় ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে, তাজমহলের প্রবেশদ্বার থেকে সৌধটি দেখাই যাচ্ছিল না। দিল্লিতেও ছিল ধোঁয়াশার ঘন চাদর। দিল্লিতে দূষণ যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে জিআরএপি ৩ জারি করা হবে কি না— তা নিয়ে গত কয়েক দিন ধরেই চর্চা চলছিল।

যদিও দীপাবলির আগে ও পরে দূষণ রোধের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিল দিল্লি সরকার। গত মাসের শেষেই মুখ্যমন্ত্রী অতিশী এবং পরিবেশমন্ত্রী গোপাল রাই দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দূষণ ঠেকাতে ৯৯টি দলও গঠন করা হয়। ২০০টি ‘অ্যান্টি স্মগ গান’ মোতায়েন করার সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর। দিল্লি পুরনিগমের পাশাপাশি দূষণ রোধে কোমর বেঁধে নামে এনসিআরটিসি এবং দিল্লি মেট্রোও। তার পরেও অবশ্য শীতের আগে দিল্লির ধোঁয়াশায় ভরা সেই ছবিটি বদলানো যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement