Lion

Lion: চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি

ঘানার রাজধানী আক্রার চিড়িয়াখানায় সিংহের খাঁচায় কী ভাবে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ০৭:৫৬
Share:

ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিল। প্রতীকী ছবি।

লাফ মেরে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। পরিণতিও হল ভয়ঙ্কর। সিংহের আক্রমণে জখম হয়ে মৃত্যু হল ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায়।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই সিংহের খাঁচার মধ্যে লাফিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দু'টি সিংহ শাবক ছিল। তাদের ডেরায় ওই ব্যক্তিকে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। শেষে পশুরাজের আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।

Advertisement

নিরাপত্তার বেড়াজাল টপকে কী ভাবে সকলের চোখ এড়িয়ে সিংহের খাঁচার মধ্যে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement