Jamaica

Lion Attack: রেগে গেল পশুরাজ, কামড়ে ছিঁড়ে নিল যুবকের আঙুল‌!

হাত ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে দেখা যায় ওই ব্যক্তিকে। শেষমেশ হাত ছাড়াতে পারলেও আঙুল খোয়া যায় তাঁর। আঙুল কামড়ে ছিঁড়ে নেয় সিংহটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৩:১০
Share:

হাত কামড়ে ধরার সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

পশুরাজকে রাগানোর ফল হাতেনাতে পেলেন এক ব্যক্তি। চিড়িয়াখানায় গিয়ে সিংহের খাঁচার একেবারে সামনে চলে যান তিনি। আগন্তুককে দেখে কিছুটা বিরক্তই হয়েছিল পশুরাজ।

Advertisement

কিন্তু তাতেও ওই ব্যক্তি তোয়াক্কা না করে বাহাদুরি দেখাতে যান। হাত ঢুকিয়ে সিংহকে পোষ্যর মতো পিঠ চাপড়াতে যেতেই হামলার মুখে পড়েন তিনি। তাঁর হাত কামড়ে ধরে সিংহটি। হাত ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে। হাত ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে দেখা যায় তাঁকে। শেষমেশ হাত ছাড়াতে পারলেও আঙুল খোয়া যায় তাঁর। আঙুল কামড়ে ছিঁড়ে নেয় সিংহটি।

ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে আশপাশে দাঁড়িয়ে থাকা পর্যটকরাও হতভম্ব হয়ে গিয়েছিলেন। শেষমেশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে জামাইকার একটি চিড়িয়াখানায়। সেই ভিডিয়োই এখন ভাইরাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement