বিমান থেকে চাকা খুলে পড়ে যাচ্ছে। ছবি সৌজন্য টুইটার।
সবে রানওয়ে ছেড়ে উড়েছিল বিমানটি, আর তখনই খুলে মাটিতে আছড়ে পড়ল বিমানের চাকা। মাটিতে পড়ে সেটিকে গড়াতে গড়াতে এগিয়ে যেতে দেখা যায়। কিন্তু চাকা খুলে যাওয়ার পরেও সেই অবস্থাতেই গন্তব্যস্থলের দিকে উড়ে যায় বিমানটি। ভয়ঙ্কর এই দৃশ্য প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ইটালির টারান্টো বিমানবন্দরের।
মঙ্গলবার অ্যাটলাস এয়ারের ড্রিমলিফটার বোয়িং ৭৪৭ বিমান টারান্টো বিমানবন্দর থেকে আমেরিকার চার্লসটন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।
টারান্টো বিমানবন্দর থেকে উড়তেই চাকা খুলে মাটিতে পড়ে যায়। আর সেই সঙ্গে কালো ধোঁয়াও বেরোতে দেখা যায়। তবে বিমানটি নিরাপদেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে বলে জানিয়েছে বোয়িং। এই ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানিয়েছে অ্যাটলাস এয়ার।
এই চাকাটিই খুলে পড়েছিল।
বোয়িং ৭৪৭ বিমান সাধারণত মালবহনের কাজে ব্যবহার করা হয়। বোয়িং ৭৪৭ কার্গো বিমানের ১৮টি চাকা থাকে। আর সে কারণেই নিরাপদে আমেরিকায় বিমানটি আমেরিকায় পৌঁছেছে বলে দাবি বোয়িং-এর। জানা গিয়েছে, বিমান থেকে যে চাকাটি খুলে পড়েছে তার ওজন ১০০ কেজি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চাকাটি বিমানবন্দরের বাইরে একটি আঙুরক্ষেতের মধ্যে খুলে পড়েছিল।