News

খোলা ছাদে বসে খবর পড়লেন টিভি অ্যাঙ্কররা!

কোরিয়ার এক নিউজ চ্যানেল তাদের স্টুডিয়োর সজ্জার জন্য যা করল তা দেখে অবাক হবেন আপনিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৪:৫৩
Share:

খোলা আকাশের নীচে খবর পড়ছেন সঞ্চালকরা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

টিভিতে খবর পড়ছেন সঞ্চালক। আর তাঁর পিছনে দিয়ে ছুটে চলেছে গাড়ি বা নিউজ ডেস্কে লোকজনের কাজকর্ম ফুটে উঠছে। নিউজ স্টুডিয়োর এই ধরনের সজ্জা দেখতে আমরা সবাই কম বেশি অভ্যস্ত। কিন্তু কোরিয়ার এক নিউজ চ্যানেল তাদের স্টুডিয়োর সজ্জার জন্য যা করল তা দেখে অবাক হবেন আপনিও।

Advertisement

সম্প্রতি ভিয়েতনামে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সেই খবরের গুরুত্ব বোঝাতেই কোরিয়ার একটি সংবাদ সংস্থা সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিউজ স্টুডিয়ো রুমকেই ছাদে নিয়ে যাওয়ার। খোলা আকাশের নীচে খবর পরিবেশনার ছবি তুলে ধরতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে ওই খবরের চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, হ্যানয়ের ডাইয়ু হোটেলের ছাদে ওই স্টুডিয়ো বানানো হয়েছিল। খোলা আকাশের নীচে এই স্টুডিয়ো হওয়ার জন্য খবরের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছিল স্টুডিয়োর ব্যাকগ্রাউন্ডও। কখনও কুয়াশা বা কখনও ঝিরিঝিরি বৃষ্টি। খবররের পাশাপাশি এ গুলিও ভেসে উঠেছে টিভির পর্দায়।

Advertisement

আরও পড়ুন: মস্তিষ্ককে ১৫ মিলি সেকেন্ড স্তব্ধ করে দেয় এই অপটিক্যাল ইলিউশান! কী ভাবে জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement