বাবর আজ়ম। —ফাইল চিত্র।
আবার মাঠের মধ্যে বিবাদ হল দুই ক্রিকেটারের। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টেও বাড়ল উত্তাপ। পাকিস্তানের ব্যাটার বাবর আজ়মের গায়ে বল ছুড়ে মারেন দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার। বিষয়টি ভাল ভাবে নেননি বাবর। ফলে মাঠেই শুরু হয় ঝগড়া।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩২তম ওভারে। ফলো-অন হওয়ায় দ্বিতীয় বার ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। তখন ব্যাট করছিলেন দুই ওপেনার শান মাসুদ ও বাবর। মুল্ডারের একটি ফুল লেংথের বলে স্ট্রেট ড্রাইভ মারেন বাবর। বল সোজা বোলারের দিকে যায়। মুল্ডার বল ধরে উইকেটের দিকে ছোড়েন। বাবর ক্রিজ় থেকে একটু বেরিয়েছিলেন বলেই হয়তো এই কাজ করেন বোলার। কিন্তু বল উইকেটের দিকে না গিয়ে বাবরের শরীরের দিকে যায়। তাঁর প্যাডে গিয়ে বল লাগে।
মেজাজ হারান বাবর। তাঁর মনে হয়, বল উইকেটের দিকে না ছুড়ে ইচ্ছাকৃত ভাবে তাঁর শরীর লক্ষ্য করে ছুড়েছেন মুল্ডার। তিনি মুল্ডারকে কিছু একটা বলেন। পাল্টা মুল্ডারও বলতে থাকেন। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এডেন মার্করাম। আম্পায়ারদেরও মধ্যস্থতা করতে হয়। বাবরকে ঠান্ডা করার চেষ্টা করেন পাক অধিনায়ক মাসুদও।
তার মাঝেই আরও একটি ঘটনা ঘটান দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ভেরেইনি। বাবর যখন ক্রিজ় ছেড়ে বেরিয়ে মার্করামের সঙ্গে কথা বলছেন, তখন তিনি পাক ব্যাটারকে রান আউট করার চেষ্টা করেন। এই ঘটনা নিয়েও মাথা গরম করেন বাবর। আম্পায়ার কুমার ধর্মসেনাকে তিনি বিষয়টি জানান। ধর্মসেনা গিয়ে ভেরেইনিকে জানান, তিনি আগেই ডেড বল ঘোষণা করেছেন। সুতরাং এ ভাবে রান আউট করা যায় না।
দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে প্রথম ইনিংসে ১৯৪ রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। ফলে তাদের ফলো-অন করিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করেছেন বাবর ও মাসুদ। তাঁদের মধ্যে ২০১ রানের জুটি হয়েছে। বাবর ৮১ রানে আউট হলেও মাসুদ ১০২ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ২১৩। এখনও ২০৮ রান পিছিয়ে তারা।