হরিণ গিলে খাচ্ছে কমোডো ড্রাগন। ছবি সৌজন্য টুইটার।
হরিণকে মেরে সেটিকে আস্ত গিলে নিল কমোডো ড্রাগন! সম্প্রতি ভয়ানক একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিশালাকায় একটি কমোডো ড্রাগন। তার ঠিক মুখের কাছেই নিথর হয়ে পড়ে আছে একটি হরিণ।
তার পরের মুহূর্ত আরও ভয়ানক। পূর্ণবয়স্ক সেই হরিণের মাথা মুখে পুরে নিল কমোডো ড্রাগন। তার পর নিমেষেই গোটা হরিণটিকে গিলে নিল সেটি।
এক একটি কমোডো ড্রাগনের দৈর্ঘ্য হয় ১০ ফুট। এদের কমোডো মনিটরও বলা হয়ে থাকে। মূলত ইন্দোনেশিয়াতেই এদের দেখা যায়। এদের লালা অত্যন্ত বিষাক্ত। এক একটি কোমোডো ড্রাগনের ওজন প্রায় ৭০ কেজির মতো হয়ে থাকে।