ট্রেনের জানলা থেকে বেরোনোর চেষ্টা যাত্রীদের। ছবি : রয়টার্স।
সাজ ব্যাটম্যান সিরিজ়ের জোকার চরিত্রটির মতো। হ্যালোউইনের দিন টোকিয়োর অন্যতম ব্যস্ত ট্রেন লাইন কেইয়ো স্টেশনে হঠাৎ ছুরি চালিয়ে কমপক্ষে ১০ জনকে গুরুতর ভাবে জখম করল এমনই এক ব্যক্তি। যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করে পুলিশ।
অনেকের দাবি, শুধু ছরি নিয়ে হামলা চালিয়েই থামেনি অভিযুক্ত, তরল কিছু একটা ছড়িয়ে ট্রেনে আগুন লাগানোরও চেষ্টায় ছিল সে। টুইটারে ছড়ানো কয়েকটি ভিডিয়োয় এর প্রমাণও মিলেছে। দেখা গিয়েছে, হঠাৎ একটি কামরা থেকে ছুটে বেরিয়ে আসছেন কয়েকজন যাত্রী। কয়েক সেকেন্ডের মধ্যে একটা ছোটখাটো বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ওই ট্রেনটিতে। আপৎকালীন ভাবে দাঁড় করানো সেটি। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রীকে ট্রেনের জানলা থেকেও বাইরে বেরোনোর চেষ্টা করতে দেখা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জখমদের মধ্যে অনেকেই এটিকে হ্যালোউইন সংক্রান্ত কোনও মজা ভেবেছিলেন। এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘‘ভেবেছিলাম হ্যালোউইন সংক্রান্ত কোনও স্টান্ট। তার পর দেখলাম হুলস্থুল পড়ে গিয়েছে। নজরে পড়ল এক জন হাতে ছুরি নিয়ে ধীর গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। ছুরিটিতে টাটকা রক্ত লেগে ছিল।’’ অভিযুক্তের ছুরির আঘাতে জ্ঞান হারান এক বৃদ্ধ। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।