তখনও লড়াই চলছে। ছবি: ফেসবুকের সৌজন্যে
দুই মহারথীর লড়াই জমে উঠেছিল বন-পথে। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করতেই ‘লড়াই’ জমে গেল সেখানেও।
কিং কোবরা আর পাইথন। ঘন জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল বেশ মোটাসোটা কিং কোবরাটি। হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসে একটি পাইথন। সামনে কোবরাটিকে দেখে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। ছাড়ার পাত্র নয় কোবরাটিও। নিমেষে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে মোক্ষম কামড় বসায় পাইথনটির ঘাড়ে। তীব্র আক্রমণে পিছু হটতে বাধ্য হয় সেটি। কোবরাকে ছেড়ে আবার জঙ্গলের মধ্যে মুহূর্তেই মিলিয়ে যায় পাইথনটি।
আরও পড়ুন: পার্কিং না পেয়ে নিরাপত্তারক্ষীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন চালক! তারপর...... দেখুন ভিডিও
ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের ম্যাক রিতচি নেচার ট্রেল-এ। এখানেই কিং কোবরা আর পাইথনের ভিডিওটি ধরা পড়েছে শেলডন ট্রোলপ নামে এক ব্যক্তির ক্যামেরায়। গত ৩০ মে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন শেলডন। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই ভিডিও।
এখনও পর্যন্ত ৮৬৯,৪৭২ ভিউয়ার দেখেছেন ভিডিওটি। ৪,৭৭৯টি শেয়ার ও প্রায় ২০০০ লাইকও পেয়েছে এই ভিডিও।
আরও পড়ুন: পাশে বিষাক্ত র্যাটল স্নেক, দেখেই চমকে উঠলেন যুবক! তার পর...
দেখুন সেই ভিডিও