Dubai building fire

দুবাইয়ে বহুতলে আগুন লেগে কেরলের দম্পতি-সহ চার ভারতীয়ের মৃত্যু, সব মিলিয়ে প্রাণ গেল ১৬ জনের

দুবাইয়ের অন্যতম প্রাচীন এলাকায় আল রাসের একটি বহুতলের চার তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:৪০
Share:

দুবাইয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবারের দুপুরের (স্থানীয় সময় অনুযায়ী) ওই ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কেরলের এক ভারতীয়-সহ চার দম্পতিও রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে সংবাদ সংস্থা পিটিয়ে জানিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে ৯ জন জখমও হয়েছেন।

Advertisement

দুবাইয়ের অন্যতম প্রাচীন এলাকায় আল রাসের একটি বহুতলের ৪ তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকম বাহিনী। ঘণ্টা দুয়েকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। দুবাইয়ের ইংরেজি সংবাদপত্র ‘গাল্ফ নিউজ’ জানিয়েছে, দুবাই পুলিশ মর্গে উপস্থিত থাকা ভারতীয় সমাজকর্মী নাসির ভাতানাপল্লি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ ভারতীয়ের মৃত্যু হয়েছে। ৪ জনকেই চিহ্নিত করা গিয়েছে। তাঁদের মধ্যে কেরলের এক দম্পতিও রয়েছেন। বাকি ২জন তামিলনাড়ুর বাসিন্দা। ওই বহুতলেই কাজ করছিলেন তাঁরা। নাসির আরও জানিয়েছেন, ৪ ভারতীয়ের পাশাপাশি ৩ জন পাকিস্তানি এবং এক নাইজেরীয় মহিলার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে দুবাই অসামরিক প্রতিরক্ষা বিভাগের একটি দল। তাদের বক্তব্য, প্রাথমিক তদন্ত বলছে, ওই বহুতলে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement