আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর লিমুজিন গাড়ি ‘দ্য বিস্ট’। ফাইল চিত্র।
সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করতে সোমবারই ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত হবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের মতোই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান রানির শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত রানিকে শেষ শ্রদ্ধা জানাবেন। ভারতের তরফে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে ব্রিটেনে উপস্থিত রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি বিষয়ে স্বাতন্ত্র্য বজায় রাখবেন বাইডেন। ব্যক্তিগত লিমুজিন গাড়ি ‘দ্য বিস্ট’-এ চেপেই রানির শেষযাত্রায় অংশগ্রহণ করবেন তিনি। এই বিষয়ে বাইডেন প্রশাসনকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার।
আমেরিকার প্রেসিডেন্টদের নিরাপত্তা এবং সম্মানের কথা মাথায় রেখে তৈরি 'বিস্ট' মামুলি কোনও গাড়ি নয়। বিশেষ প্রযুক্তিগত উপায়ে নির্মিত এই গাড়িতে রয়েছে একাধিক নিরাপত্তা সংক্রান্ত এবং আরামদায়ক ব্যবস্থা। গাড়িটির ওজনই প্রায় ২০,০০০ পাউন্ড। কোনও বোমা বা অন্য অস্ত্রের আঘাতেও এই গাড়ির টায়ার ক্ষতিগ্রস্ত হয় না। গাড়িতে রয়েছে রাতের অন্ধকারেও দেখা যায়, এমন ক্যামেরা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, টিয়ার গ্যাস এবং ধোঁয়ার জাল বিস্তার করার যন্ত্র, প্রেসিডেন্টের গ্রুপের রক্তের প্যাকেট। গাড়িটিকে বানানো হয়েছে অ্যালুমিনিয়াম, সেরামিক এবং ইস্পাত দিয়ে। তার উপর ক্ষেপণাস্ত্র হানাও প্রতিরোধ করতে সক্ষম এই গাড়ি। গাড়ির জানালার কাচগুলিকে খোলা যায় না, বুলেটরোধী কাচগুলি প্রায় পাঁচ ইঞ্চি পুরু।