Corona Vaccine

COVID Vaccine: ভারত-সহ অন্য দেশকে টিকা তৈরিতে সাহায্য করছে আমেরিকা, জানালেন বাইডেন

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে ‘টিকার অস্ত্রাগার’ বানাতে চান বাইডেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ০৮:৫০
Share:

জো বাইডেন। ছবি—রয়টার্স।

নিজেদের প্রয়োজনীয় টিকা যাতে নিজেরাই তৈরি করে নিতে পারে সে জন্য ভারত-সহ অন্য দেশকে সাহায্য করছে আমেরিকা। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে এ কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডো বাইডেন। সঙ্গে তিনি জানিয়েছেন, ৫০ কোটি টিকা বিশ্ববাসীকে দিতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ।

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে ‘টিকার অস্ত্রাগার’ বানাতে চান বাইডেন। পাশাপাশি টিকা তৈরিতে অন্য দেশগুলিতে সাহায্য করতে চান। তিনি বলেছেন, ‘‘আমরা প্রতিশ্রুতি পালনের কাজ করছি। কোভ্যাক্স প্রকল্পের অধীনে সকল দেশকে টিকা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি টিকা তৈরিতেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।’’ এর পরই তাঁর বক্তব্য উঠে আসে ভারতের নাম। তিনি বলেন, ‘’৫০ কোটি টিকার প্রতিশ্রুতি দিয়েছি। এর বাইরে ভারতের মতো দেশকে সাহায্য করছি, যাতে তারা নিজেরা আরও বেশি টিকা তৈরি করতে পারে।’’

এই সাহায্যের কাজ বিনামূল্যে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement