ফাইল চিত্র।
ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ফের খুলল পেন্টাগন। আমেরিকার নিরাপত্তা বিষয়ক কেন্দ্রের ট্রানজিট সেন্টারের কাছে গুলি চালানোর ঘটনা ঘটে। নিরাপত্তার কারণেই বন্ধ করে দেওয়া হয় পেন্টাগন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই ফের তা খুলে দেওয়া হয়েছে বলে পেন্টাগন প্রোটেকশন ফোর্স জানিয়েছে।
এর আগে পেন্টাগন প্রোটেকশন ফোর্স টুইট করে জানিয়েছিল, ট্রানজিট সেন্টারের সামনে একটি ঘটনার কারণে বন্ধ রাখা হচ্ছে পেন্টাগন। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা। যদিও গুলি চলার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি ওই পেন্টাগন প্রোটেকশন ফোর্স।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ট্রানজিট সেন্টারের কাছে মেট্রো স্টেশনে পর পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গিয়েছে। এক জন গুলিতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।