Joe Biden

Joe Biden: সাইকেল উল্টে পড়লেন কে? জো বাইডেন, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট, হাজার হাজার ‘লাইক’!

আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট। শেষে ঘটল বিপত্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ০৩:০৩
Share:

ছবি: সংগৃহীত।

সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর কোনও চোট-আঘাত লাগেনি যদিও।

Advertisement

আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট। সঙ্গী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও। নেটমাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই পপাত ধরণীতলে প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেছেন, ‘‘আমি ভাল আছি।’’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

তবে নেটমাধ্যমে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচরণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়!

Advertisement

কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের অন্তর্ঘাত!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement