ইজ়রায়েলের শহরে হামাস জঙ্গিদের খতম করল পুলিশ। ছবি: সংগৃহীত।
শহরের রাস্তা দিয়ে একটি গাড়ি গা়ড়ি নিয়ে ছুটছে দুই হামাস জঙ্গি। পিছু পিছু বাইক নিয়ে ধাওয়া করছেন এক পুলিশ অফিসার। ডান হাতে বন্দুক। আর সেই গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছুড়ছেন তিনি। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলের এক শহর থেকে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
গত শনিবার থেকে হামাস জঙ্গিদের সঙ্গে লড়াই চলছে ইজ়রায়েলের। ওই দিন আকাশ, স্থল এবং জলপথ— এই তিন দিক থেকে ইজ়রায়েলের উপর হামলা চালায় প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠনটি। কয়েক হাজার জঙ্গি গাজ়া ভূখণ্ড সংলগ্ন শহরগুলিকে কব্জা করে হত্যালীলা চালায়। বহু ইজ়রায়েলি নাগরিককে অপহরণ করে গাজ়ায় নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে জঙ্গিরা। শুধু তাই-ই নয়, ইজ়রায়েলের শহরে বাড়ি বাড়ি ঢুকে নাগরিকদের গুলি করে হত্যাও করছে হামাস জঙ্গিরা।
এই যুদ্ধের আবহে ইজ়রায়েলরই একটি শহরের রাস্তায় দুই জঙ্গিকে গুলি করে মারার ঘটনা প্রকাশ্যে এল। সেই ভিডিয়ো প্রকাশ করেছে ইজ়রায়েল পুলিশ। দুই হামাস জঙ্গির পিছু ধাওয়া করে তাদের ঘিরে ফেলে গুলি মেরেছে তারা। দাবি করা হচ্ছে, যে শহরে এই ঘটনাটি ঘটেছে, সেটি গাজ়া সংলগ্ন নেটভিয়ট শহর। ইতিমধ্যেই দু’পক্ষের সংঘর্ষে ১৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজ়া ভূখণ্ডে হামলা আরও জোরদার করেছে ইজ়রায়েলি সেনা। পুরো গাজ়াকে অবরুদ্ধ করে ফেলেছে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, “ওরা (হামাস) যুদ্ধ শুরু করেছে। আর শেষ করব আমরা।” পাল্টা হামাসও হুঁশিয়ারি দিয়েছে, যত তাদের উপর হামলা হবে, ততই ইজ়রায়েলি বন্দিদের এক এক করে খতম করবে।