Israel Hamas Conflict

সংঘর্ষের দ্বিতীয় পর্ব শুরু, উত্তর গাজ়াই যুদ্ধক্ষেত্র! বাসিন্দাদের সতর্ক করল ইজ়রায়েলের সেনাবাহিনী

স্থলপথে গাজ়ায় হামাসের ঘাঁটিগুলিকেই মূলত ‘টার্গেট’ করেছে ইজ়রায়েল। সেগুলি লক্ষ্য করে গোলাগুলি এবং বোমাবর্ষণ চলছে। একেই যুদ্ধের দ্বিতীয় পর্ব বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ০৮:২৭
Share:

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।

যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। আর‌ এই পর্বে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে উত্তর গাজ়া। সেখানকার বাসিন্দাদের সেই মর্মে সতর্কও করেছে ইজ়রায়েলি ফৌজ। স্থলপথের পাশাপাশি আকাশপথেও তারা হামলা চালাচ্ছে।

Advertisement

স্থলপথে গাজ়ায় হামাসের ঘাঁটিগুলিকেই মূলত ‘টার্গেট’ করেছে ইজ়রায়েল। সেগুলি লক্ষ্য করে গোলাগুলি এবং বোমাবর্ষণ চলছে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার তেল আভিভ থেকে একটি সাংবাদিক বৈঠকে জানান, যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। হামাসকে ধ্বংস করার বিষয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

বেঞ্জামিন আরও জানান, এই যুদ্ধ ইজ়রায়েলবাসীর কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, সংগ্রাম। যুদ্ধের এই দ্বিতীয় পর্যায় দীর্ঘ এবং কঠিন হতে চলেছে বলেও জানান তিনি। নেতানিয়াহু বলেন, ‘‘আমরা এখন একটি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। এর শেষ কী ভাবে হবে, তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই, আমরাই জিতব।’’

Advertisement

গাজ়ায় ঢুকে ইজ়রায়েলি ফৌজের স্থলপথে অভিযান শুরু করাকেই যুদ্ধের দ্বিতীয় পর্যায় বলে উল্লেখ করছেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই যুদ্ধের লক্ষ্য একটাই, হামাসকে সম্পূর্ণ রূপে ধ্বংস করা এবং ইজ়রায়েলি বন্দিদের মুক্ত করে ঘরে ফেরানো। নেতানিয়াহুর কথায়, ‘‘এটা আমাদের স্বাধীনতার জন্য দ্বিতীয় সংগ্রাম। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আমরা আকাশপথে হামলা চালিয়েছি। স্থলপথে গাজ়ায় প্রবেশের পথ সুগম করতেই আকাশপথে হামলা চালানো হয়েছিল।’’

নাম না করে আমেরিকা-সহ মিত্র দেশগুলির কথা উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘‘পশ্চিমি দুনিয়ায় আমাদের মিত্র, আরব দুনিয়ায় আমাদের সঙ্গীরা জানেন, আমরা যদি এই যুদ্ধে না জিততে পারি, তবে অশুভের বিনাশ এবং হত্যালীলা ঠেকাতে পরবর্তী সারিতে রয়েছেন তাঁরাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement