Israel-Palestine Conflict

প্যালেস্তেনীয় জনতার উপর নির্বিচারে গুলি ইজরায়েলি সেনার! হত ১০, আহত শতাধিক

ইজরায়েল সরকার জানিয়েছে, ২ জন প্যালেস্তেনীয় জঙ্গির খোঁজে নাবলুসে সেনা অভিযান শুরু হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেন। সেই উত্তেজনা থেকেই সংঘর্ষ শুরু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

জেরুজালেম শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৭
Share:

ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হল ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুস। ছবি: রয়টার্স।

নিরস্ত্র প্যালেস্তেনীয় জনতার উপর ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হল ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুস। বুধবার রাতে ইজরায়েল অধিকৃত ওই শহরে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার গুলির শিকার হয়েছেন অন্তত ১০ জন। আহতের সংখ্যা শতাধিক।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, স্বশাসিত প্যালেস্তেনীয় কর্তৃপক্ষের এলারায় ঢুকে একতরফা ভাবে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। প্রতিবাদী জনতা ইট-পাথর ছুড়লে জবাবে ছুটে এসেছে সাঁজোয়া গাড়িতে ‘মাউন্ট’ করা মিডিয়ম মেশিনগানের গুলি! আহতদের মধ্যে অনেকেরই জখম গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। স্বশাসিত প্যালেস্তেনীয় কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতর জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৬ জনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

ইজরায়েল সরকার জানিয়েছে, ২ জন প্যালেস্তেনীয় জঙ্গির খোঁজে নাবলুসে সেনা অভিযান শুরু হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেন। সেই উত্তেজনা থেকেই সংঘর্ষ শুরু হয়। প্যালেস্তেনীয় বিদ্রোহী গোষ্ঠী লায়ন্স ডেন অবশ্য অভিযোগ করে, বিনা প্ররোচনায় সাঁজোয়া গাড়ি এনে আমজনতার উপর গুলিবর্ষণ করেছে ইজরায়েলি ফৌজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement