গাজ়ায় ইজ়রায়েলি হামলা। —ফাইল চিত্র।
এক ঘণ্টার মধ্যে গাজ়ার বৃহত্তম হাসপাতাল আল-শিফা খালি করার নির্দেশ দেয় ইজ়রায়েলি ফৌজ। তেমনটাই অভিযোগ উঠেছিল। হাসপাতালের ফটকের বাইরে দাঁড়িয়ে মাইকে তারা ঘোষণা করে, ‘‘এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে সকলে বেরিয়ে যান।’’ কিন্তু শনিবার বেলার দিকে এই অভিযোগ অস্বীকার করেছে ইজ়রায়েলের সেনা। তাদের দাবি, হাসপাতাল থেকে কোনও রোগী বা সাধারণ মানুষকে বেরিয়ে যেতে বলা হয়নি। কর্তৃপক্ষের অনুরোধের জবাবটুকু শুধু তারা দিয়েছিল।
শনিবার এএফপি জানায়, গাজ়ার আল-শিফা হাসপাতাল দ্রুত খালি করে দেওয়ার হুকুম দিয়েছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তারা মাইকে এমন ঘোষণা করেছে। এই খবর ছড়িয়ে পড়ার পরে আন্তর্জাতিক মহলে ইজ়রায়েলের সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি স্পষ্ট করার জন্য সেনার তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী জানিয়েছে, হাসপাতালে যাঁরা আটকে আছেন, তাঁরা নিরাপদে যাতে বেরিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা করে দেওয়ার জন্য আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সকালে ইজ়রায়েলি ফৌজকে অনুরোধ করা হয়েছিল। সেই ব্যবস্থা করার জন্যেই মাইকে ঘোষণা করে ফৌজ। কিন্তু কোনও রোগী বা হাসপাতালের কোনও কর্মীকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়নি বলে দাবি করেছে তারা।
ইজ়রায়েলের বক্তব্য, যে সব রোগী হাসপাতালেই থাকছেন, তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত তারা করবে। হাসপাতালে খাবার, জল এবং অন্যান্য ত্রাণসামগ্রীও তারা পাঠিয়েছে বলে জানায় সেনা।
গাজ়ার হাসপাতালগুলিতে হামলার অভিযোগ উঠেছে ইজ়রায়েলের বিরুদ্ধে। হাসপাতালে বিমানহানা থেকে শুরু করে স্থলপথে হাসপাতালে ঢুকে আক্রমণ, বোমাবাজি, গুলি, কিছুই বাদ যায়নি। বহু মানুষের মৃত্যু হয়েছে ইজ়রায়েলের সে সব হামলায়। এই পরিস্থিতিতে গাজ়ার অবস্থা দেখে নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। রাষ্ট্রপুঞ্জ থেকেও যুদ্ধবিরতির আবেদন জানানো হয়েছে ইজ়রায়েলের কাছে।
নেতানিয়াহুর দাবি, হাসপাতালগুলিতেই ঘাঁটি তৈরি করেছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা হাসপাতালের নীচে সুড়ঙ্গ খুঁড়ে সেখানে আশ্রয় নিয়েছে। তাই হামাসকে নির্মূল করার জন্য হাসপাতালে হামলা করা প্রয়োজন। এ বিষয়ে অনড় মনোভাব ইজ়রায়েলের। গত ৭ অক্টোবর হামাস ইজ়রায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। বহু নাগরিককে বন্দি করে নিয়ে যায়। এর পরেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। সেই থেকে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েলের হামলায় গাজ়ায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।