সাগরপাড়ে পড়ে থাকা আয়লান কুর্দির ছবি। তলায় লেখা, ‘পালাতে গেলে এমন হালই হবে’। সিরিয়া থেকে পশ্চিমী দুনিয়ায় পাড়ি দেওয়া শরণার্থীদের এ ভাবেই হুঁশিয়ারি দিচ্ছে আইএস জঙ্গিরা। তুরস্কের বদরামের সমুদ্র সৈকতে উপুড় হয়ে পড়ে থাকা ছোট্ট আয়লানের নিথর দেহের ছবি ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে গোটা বিশ্বে। শরণার্থী সমস্যার ভয়াবহ পরিস্থিতির দিকে রাতারাতি বিশ্বের দৃষ্টি টেনে এনেছে এই ছবিটিই। এ বার সেই ছবিকেই মাধ্যম করে শরণার্থীদের উপর চাপ বাড়াচ্ছে আইএস জঙ্গিরা।
তাদের ইংরেজি ম্যাগাজিন, দাবিকের শেষ সংখ্যায় আয়লানের ছবি ছাপিয়েছে আইএস। তলায় লেখা, ‘‘ইসলামের মাটি ছেড়ে গেলে এমনই হবে।’’ আইএসের হুঁশিয়ারি, যে সন্তানদের পশ্চিম এশিয়ার বাবা-মা-রা বড় করে তুলছেন, জলপথে পালাতে গিয়ে তাদের জীবনই বিপন্ন করছেন তাঁরা। বিপজ্জনক পথে যুদ্ধবাজদের দেশে পৌঁছতে গিয়ে মৃত্যু হচ্ছে শিশুদের।