ছবি- ইউটিউব
এত বড়! সত্যি! যাঁরা এই ভিডিওটি দেখেছেন তাঁদের মুখে এক কথা। ব্রাজিলের আলতামিরায় বেলো মন্তে বাঁধে কর্মরত শ্রমিকরা কিন্তু দাবি করছেন, এটি সত্যি! ৩৩ ফুটের এই দৈত্যাকার অ্যানাকোন্ডার খোঁজ পান তাঁরা। উত্তর ব্রাজিলের বেলো মন্তে বাঁধের কাছে এক বাড়িতে এই অ্যানাকোন্ডাকে দেখে ভিমরি খাওয়ার জোগার সেখানকার শ্রমিকদের।
এমনিতে অ্যানাকোন্ডার দেখা মেলাটা ব্রাজিলে অতি সাধারণ ঘটনা। কিন্তু এত বড় সাপ এর আগে কোনও দিন দেখেননি বলে সেখানকার শ্রমিকরা দাবি করছেন। প্রায় ৫০ জনের বেশি শ্রমিক মিলে অ্যানাকোন্ডার বিশাল শরীরকে কার্যত পাঁজাকোলা করে বাইরে নিয়ে আসেন। হলিউডের কায়দায় বেশ কিছু ক্ষণ সাপের সঙ্গে মানুষের রুদ্ধশ্বাস লড়াইও চলে। অবশেষে শিকল দিয়ে বেঁধে সাপটিকে মেরে ফেলা হয়। পুরো ঘটনাটি ভিডিও করেছিলেন সেখানকার এক শ্রমিক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। অবাক হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে আবার ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
অ্যানাকোন্ডার ভিডিওটি প্রকাশ করেছে ইংল্যান্ডের একটি জনপ্রিয় ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে দাবি করা হয়েছে অ্যানাকোন্ডাটি এক মিটার মোটা ছিল এবং ওজন প্রায় ৪০০ কেজির উপর। এর আগে আমেরিকার কানসাসে খোঁজ পাওয়া ২৫ ফুট ২ ইঞ্চির লম্বা অ্যানাকোন্ডাটিই সবচেয়ে লম্বা সাপ হিসাবে গিনেস বুকে নাম ছিল। যদি সত্যি ব্রাজিলের আলতামিরায় এই সাপের খোঁজ মেলে, তাহলে এটাই হবে দীর্ঘতম। (ছবি- ইউটিউব, গেটি ইমেজ)
আরও পড়ুন- এলিয়েন ‘ধরতে’ বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ তৈরি করল চিন
আরও পড়ুন- এ বার দুর্গা মা নতুন রূপে আনন্দ উৎসবে
আরও পড়ুন- আমার ফেলে আসা শৈশব, অন্য ভাবে বড় হয়ে ওঠা... সব মিলিয়ে আমার পুজোর সাজ
দেখে নিন সেই ভিডিও -