বিধ্বংসী: ইরমা আছড়ে পড়ার আগে। পুয়ের্তো রিকোয় বুধবার। ছবি: এএফপি।
বিপর্যয় পিছু ছাড়ছে না আমেরিকার। হার্ভের রেশ কাটতে না কাটতেই বুধবার ভোরে ক্যারিবীয় দ্বীপগুলিতে আছড়ে পড়ল নতুন ত্রাস ইরমা। দিন সাতেক আগেই অতলান্তিকের বুকে কুণ্ডলী পাকাচ্ছিল এটি। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছিল, ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে ছুটে আসা ইরমা হার্ভের থেকেও বিধ্বংসী হয়ে উঠতে পারে। সেই আশঙ্কা সত্যি করে বুধবার ভোরে বারবুদা ও অ্যান্টিগুয়া দ্বীপের উপরে আছড়ে পড়েছে ইরমা।
তার গতিবিধি দেখে মনে করা হচ্ছে, ক্যারিবীয় উপসাগরে পুয়ের্তো রিকো, দ্য ডমিনিকান রিপাবলিক, হাইতি, কিউবা হয়ে আমেরিকার মূল ভূখণ্ডে ফ্লোরিডার দিকেই এগোচ্ছে ইরমা। আশঙ্কা, হার্ভেও হার মানতে পারে ইরমার কাছে। আমেরিকার ভার্জিন আইল্যান্ডে বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার জন্য কার্ফু জারি হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। স্কুল-কলেছে ছুটি ঘোষণা করা হয়েছে। ঝড়ের আভাসেই কার্যত শ্মশানের চেহারা নিয়েছে এলাকাগুলি।
বাহামার অবস্থা তো আরও শোচনীয়। হোসে নামের আরও একটি ঘূর্ণিঝড় কাল-পরশু সেখানে আছড়ে পড়তে পারে। তাই ছ’টি দ্বীপে জরুরি ভিত্তিতে এলাকা খালি করার নির্দেশ জারি হয়েছে। প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বুধবার বলেন, ‘‘ঘূর্ণিঝড়ের জন্য এলাকার পর এলাকা খালি করার ঘটনা বাহামার ইতিহাসে প্রথম!’’