Iran

Iran: সিরিয়ায় মিশনে গিয়ে হত ইরানের জেনারেল

সিরিয়ায় মিশনে গিয়ে নিহত হলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক কমান্ডার জেনারেল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৮:৩৩
Share:

আইআরজিসি ইরানের জাতীয় সেনাবাহিনীর অংশ। ফাইল ছবি

সিরিয়ায় মিশনে গিয়ে নিহত হলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক কমান্ডার জেনারেল। আজ ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে এ খবর জানানো হয়েছে। নিহত জেনারেলের নাম আবোলফজ়ল আলিজানি। কী ধরনের হামলায় তাঁর মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করেনি ইরান সরকার। খবরে শুধু বলা হয়েছে, ‘সিরিয়ায় উপদেষ্টা হিসেবে কাজ করতে গিয়ে শহিদ হয়েছেন জেনারেল আলিজানি’। তবে এই ঘটনায় অভিযোগের তির ইরানের শত্রুপক্ষ ইজ়রায়েলের দিকে।

Advertisement

আইআরজিসি ইরানের জাতীয় সেনাবাহিনীর অংশ। তবে আমেরিকান প্রশাসন বহু বছর আগে থেকেই এই বাহিনীকে জঙ্গি তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করে রেখেছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা নিহত ওই জেনারেলকে ‘ডিফেন্ডার অব দ্য স্যাংচুয়ারি’ হিসেবে উল্লেখ করেছ। সাধারণত ইরাক বা সিরিয়া সরকারের আহ্বানে ইরানের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করতে গেলে তাঁদের এই তকমা দেওয়া হয়ে থাকে। ইরান জানিয়েছে, ইরাক বা সিরিয়ায় তাদের বাহিনী উপদেষ্টা হিসেবে কাজ করতে যায়। সেটাও ওই সব দেশের সরকারের আমন্ত্রণ পেলে তবেই। জেনারেল আলিজানিও সেই ধরনের কাজেই গিয়েছিলেন।

তবে আগেও সিরিয়ার মতো দেশে ইরানের সেনাবাহিনীর কর্তা বা সদস্যদের উপরে হামলার ঘটনা ঘটেছে। এবং বহু ক্ষেত্রেই অভিযোগের তির ছিল ইজ়রায়েলের সেনাবাহিনীর দিকে। চলতি মাসের গোড়ায় ইরানের বিভিন্ন শহরে আইআরজিসি সদস্যদের শেষকৃত্য সম্পন্ন হয়। আগে সিরিয়ায় মিশনে গিয়ে মৃত্যু হয়েছিল তাঁদের। ডিএনএ পরীক্ষা করে তাঁদের দেহ শনাক্ত হওয়ার পরে ইরান সরকার দেহগুলি হাতে পেয়েছে। তারও আগে, গত মার্চ মাসে আইআরজিসি জানিয়েছিল, সিরিয়ায় ইজ়রায়েলি হামলায় তাদের দুই সদস্য নিহত হয়েছেন। সেই সময়েই ইজ়রায়েলি বাহিনীকে হুমকির সুরে ইরান জানিয়েছিল, ‘এই অপরাধের মূল্য তাদের চোকাতে হবে’। এর আগে বহু ক্ষেত্রে ইরানের বাহিনীর উপরে হামলার ঘটনায় ইজ়রায়েলি বাহিনী নিজেদের দায় স্বীকার করলেও জেনারেল আলিজানির মৃত্যু নিয়ে তারা এখনও নীরব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement