সিন্ধু বৈঠকে ভারত-পাক

ইমরান খান ক্ষমতায় আসার পরে এই প্রথম সরকারি পর্যায়ের বৈঠকে দু’দেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৩:১১
Share:

কথা শুরু। সিন্ধু জলচুক্তির নানাবিধ বিষয় নিয়ে আজই ইসলামাবাদে দু’দিনের বৈঠকে যোগ দিয়েছেন ভারত ও পাকিস্তানের কূটনৈতিক কর্তারা। ইমরান খান ক্ষমতায় আসার পরে এই প্রথম সরকারি পর্যায়ের বৈঠকে দু’দেশ।
প্রথমে ঠিক হয়েছিল, লাহৌরে হবে সিন্ধু কমিশনের বৈঠক। পরে পাকিস্তানের জল ও বিদ্যুৎ মন্ত্রক সেই স্থান পরিবর্তন করে। ইসলামাবাদে ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পাকিস্তান’-এ আজ থেকে শুরু হওয়া বৈঠকে ভারতীয় জল কমিশনের নেতৃত্ব দিচ্ছেন কমিশনার পি কে সাক্সেনা। পাক সিন্ধু কমিশনের তরফে রয়েছেন সৈয়দ মেহের আলি শাহ ও তাঁর দল। সূত্রের খবর, ১৯৬০-এর এই চুক্তির যে সব বিষয় নিয়ে দু’দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তার একটা বড় অংশ নিয়ে আলোচনা হওয়ার কথা এ বারের বৈঠকে। দু’পক্ষই নিজেদের রিপোর্ট পেশ করবেন। বৈঠকের পরে যৌথ বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও মনে করছেন কূটনীতিকেরা। পাক কমিশনারের দাবি, আপত্তি উড়িয়েও ভারত যে ভাবে পাকিস্তানি নদীতে বাঁধ দিয়ে চলেছে সে কথাও তোলা হবে এই বৈঠকে। সিন্ধু জলচুক্তি নিয়ে বছরে দু’বার করে বৈঠকে বসার কথা দু’দেশের। শেষ বার সিন্ধু কমিশনের বৈঠক হয়েছিল গত মার্চে নয়াদিল্লিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement