Diabetic Myopathy

কাঁধে ব্যথাও কি ডায়াবিটিসের লক্ষণ? কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?

কাঁধে প্রচণ্ড যন্ত্রণা হয়? ব্যথা সারছেই না? কারণটা কী? ব্যথানাশক ওষুধ খেয়েও কাজ না হলে চিকিৎসকের কাছে যেতেই হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১২:৫৮
Share:
What is the connection between Shoulder pain and diabetes

কাঁধে ব্যথার সঙ্গে ডায়াবিটিসের কী সম্পর্ক? ছবি: ফ্রিপিক।

কাঁধে ব্যথাও কি ডায়াবিটিসের লক্ষণ হতে পারে? ঘাড়-কাঁধের ব্যথায় ভোগেন অনেকেই। তবে সকলেরই যে ডায়াবিটিস আছে বা ডায়াবিটিসের ঝুঁকি রয়েছে, তা নয়। তা হলে কী ধরনের ব্যথা হলে সতর্ক হতে হবে?

Advertisement

অনেকেই ভাবেন, কাঁধে প্রচণ্ড ব্যথা, কাঁধ ঘোরাতে সমস্যা মানেই তা ফ্রোজ়েন শোল্ডার। তা কিন্তু না-ও হতে পারে। একাধিক গবেষণায় দাবি করা হয়েছে, ‘অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস’ বা কাঁধের পেশি শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা ডায়াবিটিসের কারণেও হতে পারে। দেশের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’-এর একটি গবেষণায় দাবি করা হয়েছে, রক্তে শর্করার মাত্রা অত্যধিক বেড়ে গেলে তা পেশির শক্তি কমিয়ে দিতে থাকে। প্রতি ডেসিলিটার রক্তে শর্করার মাত্রা ১০০ মিলিগ্রামের বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। এটি নানা কারণে হতে পারে, তবে ডায়াবিটিস হল অন্যতম কারণ। সে ক্ষেত্রে পেশির উপরেও প্রভাব পড়ে। তখন পেশিতে ব্যথা, পেশিতে টান ধরার মতো সমস্যা দেখা দেয়।

টাইপ ২ ডায়াবিটিস থেকে পেশির কোষে প্রদাহ হতে পারে। তা থেকে ‘মাস্কুলোসেলুলার ডিজ়অর্ডার’ হয় অনেকের। গবেষকেরা জানাচ্ছেন, রক্তে শর্করার মাত্রা বাড়লে কোলাজেন প্রোটিনের পরিমাণ কমতে থাকে। তখন পেশির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। ফলে পেশি শক্ত হতে থাকে। তখনই যন্ত্রণা শুরু হয়।

Advertisement

কাঁধের ব্যথা যদি ক্রনিক হতে থাকে, তা হলে সাবধান হতে হবে। যদি দেখেন ব্যথা সারছে না, মাঝেমধ্যেই কাঁধের পেশিতে টান ধরছে, কাঁধ ঘোরাতে সমস্যা হচ্ছে, এবং সেই সঙ্গে ব্যথা হাতেও নামছে, কোনও কিছু ধরতে সমস্যা হচ্ছে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ফিজ়িয়োথেরাপি ও কিছু ওষুধে ব্যথা কমতে পারে। তবে কাঁধে ব্যথা মানেই ডায়াবিটিস ভেবে সুগারের ওষুধ কিনে খেতে বারণ করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়া ঠিক হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement