Coronavirus Vaccine

COVID-19: নেই হু-র ছাড়পত্র, কোভ্যাক্সিন নিয়ে বিপাকে বিদেশে যেতে চাওয়া ভারতীয়রা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকা সংস্থার কোভিশিল্ড প্রতিষেধক হু স্বীকৃত। তাই কোভিশিল্ড যাঁরা নিয়েছেন তাঁদের বিদেশে যেতে কোনও সমস্যা হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ০৬:৫১
Share:

ফাইল চিত্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ছাড়পত্র না-পাওয়ায় কোভ্যাক্সিন প্রতিষেধক নিয়ে এখন বিপাকে পড়েছেন বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে চাওয়া বহু ভারতীয়। যাঁরা স্বদেশী প্রতিষেধক কোভ্যাক্সিনের দু’টি ডোজ নিয়ে বিদেশে চলে গিয়েছেন বা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তাদের এখন হু স্বীকৃত প্রতিষেধক নেওয়ার জন্য ফের নির্দেশ জারি করেছে সৌদি আরব, ব্রিটেন, আমেরিকার মতো দেশ। ইতিমধ্যেই যারা সৌদি আরবে পৌঁছে গিয়েছেন, তাঁদের ১৪ দিনের নিভৃতবাসে থেকে সে দেশে হু স্বীকৃত কোনও প্রতিষেধক নিতে নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। এই পরিস্থিতিতে আজ কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক জানিয়েছে, তারা ইতিমধ্যেই হু-র স্বীকৃতির জন্য আবেদন করেছে। জুলাই মাসে মানবদেহে কোভ্যাক্সিন প্রয়োগের তৃতীয় দফার ফলাফল হাতে আসবে। সংস্থার আশা সেই রিপোর্ট হাতে এলে হু-র স্বীকৃতি পেতে সমস্যা হবে না। তারপরে মানবদেহে চতুর্থ দফার পরীক্ষা শুরু করবে সংস্থা। এ দেশে এখনও মূলত কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মাধ্যমে টিকাকরণ চলছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকা সংস্থার কোভিশিল্ড প্রতিষেধক হু স্বীকৃত। তাই কোভিশিল্ড যারা নিয়েছেন তাদের বিদেশে যেতে কোনও সমস্যা হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement