Death in Canada

কানাডায় খুন ভারতীয় পড়ুয়া! ঘরের মধ্যে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, গ্রেফতার ‘বন্ধু’

কানাডার ল্যাম্বটন কলেজে উচ্চশিক্ষার জন্য পঞ্জাব থেকে গিয়েছিলেন ২২ বছরের গুরাশিস সিংহ। থাকতেন সারনিয়ার এক ভাড়াবাড়িতে। তাঁর সঙ্গে ওই বাড়িতে থাকতেন ক্রসলে হান্টার নামে এক যুবক। গুরাশিসকে খুনের অভিযোগে গ্রেফতার ক্রসলে!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩
Share:
Indian student stabbed to death in Canada by roommate

মৃত ভারতীয় পড়ুয়া গুরাশিস সিংহ। ছবি: সংগৃহীত।

পড়ুয়াকে পর পর ছুরির কোপ মারলেন অভিযুক্ত! পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

Advertisement

কানাডার ল্যাম্বটন কলেজে উচ্চশিক্ষার জন্য পঞ্জাব থেকে গিয়েছিলেন ২২ বছরের গুরাশিস সিংহ। থাকতেন সারনিয়ার এক ভাড়াবাড়িতে। তাঁর সঙ্গে ওই বাড়িতে থাকতেন ক্রসলে হান্টার নামে এক যুবক। চলতি মাসের শুরুতে ওই দু’জনের মধ্যে কোনও কারণে ঝামেলা বাধে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সে সময় ক্রসলে আচমকা রান্নাঘর থেকে একটি ছুরি এনে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন গুরাশিসকে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত ১ ডিসেম্বর সকালে ৯১১ নম্বরে ফোন করে এক ব্যক্তি খুনের কথা জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় গুরাশিসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সারনিয়ার পুলিশ প্রধান ডেরেক ডেভিস জানান, এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। হেফাজতে অভিযুক্তকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা চলছে।

ল্যাম্বটন কলেজ কর্তৃপক্ষ গুরাশিসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি, তাঁর পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, তাঁরা নিয়মিত গুরাশিসের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর দেহ দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ল্যাম্বটন কলেজ কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement