প্রতিনিধিত্বমূলক ছবি।
জাতীয় সড়ক দিয়ে দ্রুত গতিতে ছুটছিল এসইউভি। আচমকাই বিকট শব্দ। টায়ার ফেটে উল্টে গেল গাড়িটি। দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের সুরজপুর জেলায়।
পুলিশ সূত্রে খবর, মহেন্দ্রনগর জেলা থেকে কয়েক জন শুক্রবার এক বিয়েবাড়িতে যোগ দিতে অম্বিকাপুর যাচ্ছিলেন। সুরজপুর জেলার চন্দ্রপুর গ্রামের কাছে জাতীয় সড়কে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটির গতি বেশিই ছিল। টায়ার ফেটে যাওয়ায় রাস্তার মধ্যে গাড়িটি উল্টে যায়।
মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। আনন্দ চৌধরি, রীতা চৌধরি এবং পুষ্পা মাঝির মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি দুই যাত্রী অজয়নাথ চৌধরি এবং তাঁর পুত্র অনিকেতের চোট গুরুতর। দু’জনকেই প্রথমে উদ্ধার করে সুরজপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের অবস্থার অবনতি হওয়ায় অম্বিকাপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। টায়ার ফেটেই দুর্ঘটনা ঘটেছে, প্রাথমিক অনুমান পুলিশের। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।