পড়ে আঘাত লেগে মৃত্যু হল ৩৪ বছরের এক ব্যক্তির। ছবি: প্রতীকী
সিঙ্গাপুরে শপিং মলের বাইরে সিঁড়িতে ধাক্কা প্রবাসী ভারতীয়কে। পড়ে আঘাত লেগে মৃত্যু হল ৩৪ বছরের এক ব্যক্তির। পিটিআই জানিয়েছে, গত মাসে অর্চার্ড রোডে কনকর্ড শপিং মলে এই ঘটনা হয়েছে। প্রবাসী ভারতীয়কে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক জন।
মৃতের নাম থেবান্দ্রন সন্মুগম। অভিযোগ, তাঁর বুকে ধাক্কা দেন মহম্মদ আদফরি আবদুল কাহা নামে এক ব্যক্তি। এর পরেই থেবান্দ্রন পড়ে যান। পিটিআই জানিয়েছে, পড়ে গিয়ে মাথার খুলিতে একাধিক চোট লাগে ওই তরুণের। হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার তাঁর শেষকৃত্য হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কাহা আগেও অপরাধে জড়িয়েছিলেন। জেলেও গিয়েছিলেন। পরে তাঁর শাস্তি মকুব করে আদালত। এ বার দোষী প্রমাণিত হলে ১০ বছর কারাদণ্ড হতে পারে ২৭ বছরের কাহার। সঙ্গে জরিমানা হতে পারে। কেন থেবান্দ্রনকে ধাক্কা দিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। তাঁর পরস্পরকে আগে থেকেই চিনতেন কিনা, তাও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
কনকর্ড শপিং মলের একটি নাইট ক্লাবের বাইরে এই ঘটনা হয়েছে। যদিও ওই নাইটক্লাব বিবৃতি দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার আগে থেবান্দ্রন সেখানে যাননি। তাঁর পরিবারকে সমবেদনাও জানিয়েছে ওই নাইটক্লাব।