গুরপতবন্ত সিংহ পন্নুন। —ফাইল চিত্র।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে খলিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পন্নুনকে। ২০ জানুয়ারির সেই অনুষ্ঠানে পন্নুন খলিস্তানি স্লোগান দিচ্ছেন, এই ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার পরেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বিষয়টির সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন তাঁরা।
হোয়াইট হাউসে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের অন্যতম অংশ ছিল ‘লিবার্টি বল’। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে পন্নুনকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য টিকিট বিক্রি হয়েছিল। পন্নুনও কোনও সূত্রের মাধ্যমে সেই টিকিট কেটেছিলেন। তার পরে অনুষ্ঠানে যখন সবাই ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করছেন, তখন পন্নুন খলিস্তানপন্থী স্লোগান দিতে শুরু করেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি সম্ভবত পন্নুনের কোনও সঙ্গীর তোলা। সেখানে প্রথমে দেখা যাচ্ছে মঞ্চের উপরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। তার পরে দেখা যায় সমবেত জনতা, যাঁরা অধিকাংশই ট্রাম্পের সমর্থক, স্লোগান দিচ্ছেন। তার পরেই ক্যামেরা গিয়ে পড়ে পন্নুনের উপরে। দেখা যায়, তিনি ‘খলিস্তান জ়িন্দাবাদ’ বলে চিৎকার করছেন।
আজ সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘যখনই সে দেশে কোনও ভারত-বিরোধী কার্যকলাপ হয়, আমরা আমেরিকার সঙ্গে কথা বলি। এ বিষয়টি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা বলা হবে। পৃথিবীর যে কোনও প্রান্তে ভারত-বিরোধী কাজের আঁচ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’’
পন্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে ২০২১ সালে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অমৃতসর ও চণ্ডীগড়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্তও করেছে তারা।