মার্কিন সেনেট। -ফাইল ছবি।
প্রতিরক্ষা সহযোগিতা পাওয়ার জন্য যতটা ঘনিষ্ঠ ন্যাটো জোটের দেশগুলি, ইজরায়েল ও দক্ষিণ কোরিয়া, এ বার ভারতকেও ততটাই কাছে টেনে নিল আমেরিকা। মার্কিন কংগ্রেসের সেনেটে এ ব্যাপারে পাশ হল একটি বিল। ২০২০-’২১ অর্থবর্ষের জন্য সেনেটে গত সপ্তাহে পাশ হওয়া ওই বিলের নাম- ‘দ্য ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)’।
বিলটি আনেন সেনেটের ইন্ডিয়া ককাসের দুই কো-চেয়ার সেনেটর জন করনিন ও সেনেটর মার্ক ওয়ার্নার। তার আগে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে একই ধরনের একটি বিল আনেন সেখানকার ইন্ডিয়া ককাসের কো-চেয়ার ব্র্যাড শেরম্যান। তাঁকে সমর্থন করেছিলেন কংগ্রেসের ৬ সদস্য। জো উইলসন, অ্যামি বেরা, টেড ইয়োহো, জর্জ হোল্ডিং, এড কেস ও রাজা কৃষ্ণমূর্তি।
বিলটি সেনেটে পাশ হওয়ার ফলে ২০২০-’২১ অর্থবর্ষ থেকে ন্যাটো জোটের দেশগুলি এবং ইজরায়েল ও দক্ষিণ কোরিয়ার মতোই ভারত মহাসাগরে মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ রোধ ও সব রকমের মানবিক সাহায্য পাবে ভারত। তবে তার আগে এই বিলটিকেই পাশ করাতে হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে।
আরও পড়ুন- চিনের কর্তৃত্ব মানব না, বিক্ষোভ হংকংয়ে
আরও পড়ুন- সেফটি ফার্স্ট! তাই সারা শরীর নিরাবরণ, মাথায় হেলমেট এই বাইক আরোহীর
বিলটি সেনেটে পাশ হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর সমীর কালরা।