ছবি: সংগৃহীত।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সংযোগের পাশাপাশি কৌশলগতক্ষেত্রেও সমঝোতা গভীর করতে চায় ভারত। জোট বাঁধতে চায় সমুদ্রপথেও। ‘ভারত বাংলাদেশ – মেক ফর দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক দ্বিপাক্ষিক সম্মেলনে উঠে এল এই বা্র্তা।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কথায়, ‘‘সমুদ্রাঞ্চলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অজস্র সম্ভাবনা রয়েছে। জাহাজ নির্মাণ, পরিকাঠামো তৈরি, সমুদ্র সম্পদ আহরণের ক্ষেত্রে এক দেশ অন্যের পারদর্শিতা কাজে লাগাতে পারে।’’ তাঁর কথায়, “ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং সামগ্রিক ভাবনার কেন্দ্রে রয়েছে গোটা অঞ্চলের একযোগে উন্নতির চেষ্টা। মুক্ত এবং সবার বাণিজ্যের সমান সুযোগসম্পন্ন সমুদ্রপথ তৈরি করার মাধ্যমে তা অর্জন করা সম্ভব।”
প্রতিরক্ষামন্ত্রক, বণিকসভা ফিকি, বাংলাদেশের দূতাবাসের কর্তাদের উপস্থিতিতে এই সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রকের উৎপাদন বিভাগের সচিব রাজ কুমারের বক্তব্য, “গত কয়েক বছরে ভারত এবং বাংলাদেশ প্রতিরক্ষা-সহযোগিতার ক্ষেত্রে যথেষ্ট ভাল কাজ করেছে। ভারত এবং বাংলাদেশের জাহাজ তৈরি বা মেরামতের ঘাঁটি একে অন্যের থেকে দূরে নয়। সেটা বাড়তি সুবিধা।” তিনি বলেন, “উৎপাদন, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের প্রশ্নে দীর্ঘমেয়াদী অংশিদারি বাংলাদেশের সঙ্গে সম্ভব। এটা দু’দেশের জন্যই লাভজনক।”
২০৩০-এর মধ্যে সামরিক ক্ষেত্রে সার্বিক আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রেখেছে বাংলাদেশ। ভারতের প্রতিরক্ষা কর্তার মতে, দেশের প্রতিরক্ষাশিল্প সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে গিয়েছে। তা আন্তর্জাতিক চাহিদা মেটাতেও সক্ষম।