‘ডায়মন্ড প্রিন্সেস’।—ছবি রয়টার্স।
অবশেষে স্বস্তি ফিরল ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজের ভারতীয় কর্মীদের। ওই জাহাজের ভারতীয় ক্রু স্বরূপ চম্পাদার মঙ্গলবার জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে বুধবার সুস্থ থাকা ভারতীয় কর্মীদের দেশে ফেরানো হবে। এ দিন তাঁদের জাহাজের ক্যাপ্টেন এমনই ঘোষণা করেছেন। তবে তিনি জানান, ওই খবরে স্বস্তি মিললেও করোনাভাইরাসে আক্রান্ত সহকর্মীদের জন্য সবার মন খারাপ। ওই জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত ৭০৭ জনের মধ্যে ভারতীয় ১৬ জন।
ওই জাহাজে থাকা এ দেশের নাগরিকদের চার্টার্ড বিমানে দেশে ফেরানো হবে বলে এ দিন জানিয়েছে জাপানের ভারতীয় দূতাবাসও। দূতাবাসের তরফে জানানো হয়েছে, যে যাত্রীদের দেহে ভাইরাস সংক্রমণ পাওয়া যায়নি, তাঁদেরই শুধু আনা হবে। মঙ্গলবার দূতাবাসের তরফে টুইট করে বলা হয়, ‘ডায়মন্ড প্রিন্সেস জাহাজের যে ভারতীয় নাগরিকেরা সুস্থ রয়েছেন, তাঁদের শীঘ্রই উদ্ধার করতে বিমান পাঠানো হবে। ই-মেল করে নির্দেশিকা পাঠানো হয়েছে।’
ওই জাহাজে থাকা উত্তর দিনাজপুরের বিনয় সরকার এ দিন বলেন, ‘‘কয়েক দিন এক এক মুহূর্ত কী ভাবে কেটেছে বলে বোঝাতে পারব না। তবে দেশে ফিরতে পারলেও এখনওই বাড়ি যেতে পারব না। দিল্লিতে আমাদের আরও ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।’’ স্বরূপের কথায়, ‘‘নিজে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। তার মধ্যেই পরিজনদের ভরসার কথা শোনাতে হত।’’
এ দিন বিনয়ের মা চন্দ্রা বলেন, ‘‘২০ ফেব্রুয়ারি ছেলের ঘরে ফেরার কথা ছিল। আজ ছেলের সঙ্গে কথা হল। দেশে ফিরলেও বাড়ি ফেরা না পর্যন্ত স্বস্তি মিলছে না।’’
এ দিকে, ওই জাহাজে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চতুর্থ জনের মৃত্যু হল। জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৮০ বছরের ওই বৃদ্ধকে জাহাজ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে তাঁর।