প্রতীকী ছবি।
সীমান্তে টানাপড়েনের মধ্যেই আগামী মাসে রাশিয়ায় চিন ও পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ভারত। ভারতীয় সেনা সূত্রে খবর, ‘ক্যাভকাজ় ২০২০’ নামে ওই মহড়ায় আয়োজক রাশিয়া-সহ ১৯টি দেশ অংশ নেবে।
করোনা আবহে প্রতিটি অংশগ্রহণকারী দেশকেই বাধ্যতামূলক ভাবে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। অংশগ্রহণকারী সমস্ত সেনাদের করোনা পরীক্ষার পরে ১৪ দিন কোয়রান্টিনে থাকতে হবে। এর পরে রাশিয়া পৌঁছনোর পরে আর এক দফা করোনা পরীক্ষা করা হবে সকলের। বিশেষ বাহিনী-সহ বিভিন্ন বিভাগের সেনা অফিসাররা যোগ দেবেন ওই দলে। থাকছেন ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার প্রতিনিধিও। সূত্রের খবর, বাহিনীর পাশাপাশি তিনটি জাহাজও মহড়ায় শামিল করতে চলেছে চিন।
কূটনীতিকদের মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সাম্প্রতিক ভারত-চিন সেনা সংঘর্ষের আবহে এই যৌথ মহড়া খুবই গুরুত্বপূর্ণ সাউথ ব্লকের কাছে।