International News

‘বার বার সন্ত্রাসের শিকার ভারত’, আরব থেকে প্রতিরোধের ডাক ট্রাম্পের

সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার ভারত, আরব-আমেরিকা শিখর সম্মেলনে গিয়ে ফের এ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের নাম তিনি সরাসরি উচ্চারণ না করলেও স্পষ্ট ইঙ্গিতে ইসলামাবাদকে ট্রাম্পের বার্তা— সন্ত্রাস রুখতেই হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১৫:২৭
Share:

রিয়াধে সম্মেলন সেরে ইজরায়েল চলে গেলেন ট্রাম্প। কিন্তু সন্ত্রাসবাদ নির্মূল করতে ইসলামি রাষ্ট্রগুলিকেই যে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে, সে বার্তা স্পষ্ট করে দিয়ে গেলেন। ছবি: এএফপি।

সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার ভারত, আরব-আমেরিকা শিখর সম্মেলনে গিয়ে ফের এ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের নাম তিনি সরাসরি উচ্চারণ না করলেও স্পষ্ট ইঙ্গিতে ইসলামাবাদকে ট্রাম্পের বার্তা— সন্ত্রাস রুখতেই হবে। প্রত্যেক দেশকে নিশ্চিত করতে হবে যে তাদের সীমান্তের মধ্যে সন্ত্রাসবাদীরা কোনও নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না— সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে।

Advertisement

‘আরব-ইসলামিক আমেরিকান সামিট’-এ যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াধে গিয়েছেন ট্রাম্প। বিভিন্ন মুসলিম প্রধান দেশের অন্তত ৫০ জন রাষ্ট্রনেতা এই সম্মেলনে যোগ দিয়েছেন। আরব দেশগুলির সঙ্গে আমেরিকার এই সম্মেলনে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রসঙ্গ যে উঠবে, তা জানাই ছিল আন্তর্জাতিক মহলের। কিন্তু সন্ত্রাস প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট রিয়াধের মঞ্চ থেকেও ভারতের হয়ে সওয়াল করবেন, এটা অনেকেই আশা করেননি।

রিয়াধের ভাষণে সন্ত্রাস প্রসঙ্গে সরাসরি পাকিস্তানকে আক্রমণ করেননি ট্রাম্প। কিন্তু সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। —ফাইল চিত্র।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা এবং ইউরোপের মতো ‘ভারত, রাশিয়া, চিন এবং অস্ট্রেলিয়াও দীর্ঘ দিন ধরে’ সন্ত্রাসবাদের শিকার। এই দেশগুলি ‘বার বার বর্বরোচিত হামলার শিকার হয়েছে’ এবং ‘অবর্ণনীয় আতঙ্ক সহ্য করেছে’— মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের। যে সব দেশ নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে, নাম না করে তাদের সতর্কবার্তা দেন ট্রাম্প। এই সতর্কবার্তার প্রথম লক্ষ্য যে পাকিস্তান, সে বিষয়ে ওয়াকিবহাল মহলের সংশয় নেই।

আরও পড়ুন: একে একে ‘খুন’ সব মার্কিন চর, চিনে বিধ্বস্ত সিআইএ-র নেটওয়ার্ক!

আরব দেশগুলির প্রতি বার্তা দেওয়ার প্রশ্নে অবশ্য এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সাবধানী। তাঁর মুখে বার বার যে ‘কট্টর ইসলামিক সন্ত্রাস’-এর উল্লেখ শোনা যেত, আরব-ইসলামিক আমেরিকান সামিটে সে কথা এক বারও উচ্চারণ করেননি ট্রাম্প। ট্রাম্পের আহ্বান— মধ্য এশিয়ার দেশগুলি এবং মুসলিম প্রধান দেশগুলিকে এ বার সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের দায়িত্ব পালনে সক্রিয় হতে হবে। ট্রাম্পের কথায়, ‘‘সারা পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। কিন্তু শান্তির পথ এখান থেকেই শুরু হয়, এই প্রাচীন মাটি থেকে, এই পবিত্র ভূমি থেকে।’’ প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘‘আমরা যদি সন্ত্রাসকে হারাতে চাই, তা হলে মুসলিম দেশগুলিকে দায়িত্ব নিতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement