Qaboos bin Said al Said

ভারতে আজ রাষ্ট্রীয় শোক

২০১৮ সালে নরেন্দ্র মোদী ওমান সফরে গেলে কাবুস নিজের প্রাসাদ থেকে বিশেষ প্রাতরাশ হোটেলে পাঠিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০২:৪৬
Share:

ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সইদ অল সইদ।—ছবি এএফপি।

ওমানের সুলতান কাবুস বিন সইদ অল সইদের প্রয়াণে আজ, সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। যাবতীয় সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কাবুস প্রায়শই বলতেন, ‘‘আরব দেশের অন্য নেতারা উটে চড়ে আরব মরুভূমির আরও পশ্চিমে যেতে চান। কিন্তু আমরা চাই জাহাজে করে ভারতে যেতে।’’ ফলে স্পষ্ট ভারতের সঙ্গে কাবুস রাজপরিবারের যোগযোগ কতটা নিবিড় ছিল। কাবুস বিন সইদ অল সইদের ঠাকুরদা বেশ কিছু দিন ভারতে থেকে ওমান শাসন করেছেন। কাবুস নিজে পুণের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। তাঁর শিক্ষক ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা। ২০১৮ সালে নরেন্দ্র মোদী ওমান সফরে গেলে কাবুস নিজের প্রাসাদ থেকে বিশেষ প্রাতরাশ হোটেলে পাঠিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement