মাসুদ আজহার। —ফাইল চিত্র।
মাসুদ আজহার প্রসঙ্গে চিনকে সহযোগিতা করতে বলল ভারত।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশই পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিক, এটাই চায় ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এ নিয়ে আগেই প্রস্তাব পেশ করেছে নয়াদিল্লি। কিন্তু, বার বারই তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বেজিং। পাকিস্তানের নামোল্লেখ না করে চিনের দাবি, এ নিয়ে নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্য দেশের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। তাই এ বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি চিন সরকার।
এ বার সে বাধা কাটাতে নিরাপত্তা বিষয়ক ভারত-চিন দ্বিপাক্ষিক সহযোগিতা বৈঠককেই বেছে নিল ভারত। সোমবার দু’দেশের মধ্যে এই প্রথম এ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং চিনের জনসুরক্ষামন্ত্রী তথা স্টেট কাউন্সিলর ঝাও কেঝি। ওই বৈঠকে আজহারের প্রসঙ্গটি তোলেন রাজনাথ সিংহ। সেই সঙ্গে অসমের কট্টরপন্থী আলফা নেতা পরেশ বড়ুয়াকে যাতে চিনের মাটিতে আশ্রয় না দেওয়া হয়, সে বিষয়টিও চিনকে নজরে রাখতে বলেন তিনি। দেশের উত্তর-পূর্বে আগ্নেআস্ত্র এবং মাদক চোরাচালানে নাম রয়েছে পরেশ বড়ুয়ার। আজহার ছাড়াও এই দুই বিষয় নিয়েই চিন্তিত ভারত।
আরও পড়ুন
ভারতে লোকসভা নির্বাচনের পর ফের শান্তি আলোচনার প্রস্তাব: ইমরান খান
গত কালের বৈঠকে উপস্থিত ভারতের প্রতিনিধিদলের এক সদস্য বলেন, “দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নথিবদ্ধ করা হয়েছে। ভারত-চিন, দু’দেশই একে অপরকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।”
আরও পড়ুন
চিন গড়ল বিশ্বের দীর্ঘতম সমু্দ্র সেতু, এর সম্পর্কে তথ্যগুলি জানতেন?
আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের পাশাপাশি দীর্ঘ দিন ধরেই মাসুদ আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা আদায় করার চেষ্টা করছে ভারত। সেই সঙ্গে মাসুদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিতেও সচেষ্ট হয়েছে ভারত। কিন্তু, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনের সায় না মিললে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সে প্রস্তাব পাশ হওয়া কার্যত অসম্ভব। কারণ, নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব পাস হতে গেলে তার জন্য সর্বসম্মতির প্রয়োজন হয়। বেজিং নারাজ থাকায় সেই সর্বসম্মতিতে পৌঁছনো এখনও সম্ভব হয়নি।
(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)