রাষ্ট্রপুঞ্জ। —ফাইল চিত্র।
সদ্যই রাশিয়া সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরের পর তির্যক কথা বলতে ছাড়ছে না আমেরিকা। কিন্তু মস্কোর পাশ থেকে সরছে না নয়াদিল্লি। বরং মোদীর সফরের ইতিবাচক বাতাবরণকে ধরে রেখেই রাষ্ট্রপুঞ্জে কার্যত রাশিয়ার পাশে দাঁড়াল ভারত।
অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে, জ়াপোরিজ়িয়া পরমাণু কেন্দ্র থেকে রুশ আধিকারিকদের বিদায় নিশ্চিত করতে এবং ইউক্রেন থেকে রুশ সেনা সরানোর দাবিতে একটি প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটি হয়। কিন্তু ওই ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। উল্লেখ্য, রুশ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নরেন্দ্র মোদী সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে কোনও সমস্যার সমাধান হয় না।
রাষ্ট্রপুঞ্জে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৯টি দেশ। বিপক্ষে পড়ে মাত্র ৯ দেশের ভোট। ভারত-সহ মোট ৬০টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রায় আড়াই বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এক বারও মস্কোর বিরুদ্ধে ভোট দেয়নি নয়াদিল্লি।