প্রতীকী ছবি। ছবি রয়টার্স।
আবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে গোলাবর্ষণের অভিযোগ উঠল। হামলার আশঙ্কায় আগেই বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল ইউক্রেন প্রশাসন। নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে বুধবারই ইউক্রেনের দক্ষিণ এবং পূর্ব সীমান্তে হামলা চালানোর অভিযোগ উঠেছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে।
আমেরিকার এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, বুধবারও দক্ষিণ ইউক্রেনের একটি হাসপাতালের উপর হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে ওই হাসপাতালের প্রসূতি বিভাগ সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গিয়েছে ২ দিন বয়সি এক শিশু।
হামলার কথা সরকারি ভাবে স্বীকার করে নিয়েছেন স্থানীয় মেয়র। সেখানকার এক প্রশাসনিক আধিকারিক এই ঘটনাকে ‘ভয়ঙ্কর যন্ত্রণা’ বলে বর্ণনা দিয়েছেন। একই সঙ্গে উচ্চপদস্থ ওই আধিকারিক জানিয়েছেন, তাঁরা এই ঘটনাকে কখনও ভুলবেন না, বরং ভবিষ্যতের জন্য মনে রাখবেন।
স্থানীয় গভর্নর আলেকজান্দ্রো স্টারুখ রাশিয়ার হামলার প্রসঙ্গে বলেছেন, “একটি দৈত্যাকৃতি রকেট একটি হাসপাতালের প্রসূতি বিভাগের উপর আছড়ে পড়ে। এখনও উদ্ধারকাজ চলছে।” একই সঙ্গে তিনি রুশ সেনাবাহিনীর হামলার নিন্দা করে বলেন, “একটি শিশুকে দিনের আলো দেখার কিছু সময় পরেই চলে যেতে হল।”