International News

মিসিসিপিতে বন্দুকবাজের হামলায় ডেপুটি শেরিফ সহ গুলিতে হত ৮

শনিবার রাতে লিঙ্কন কাউন্টির তিনটি বাড়িতে হামলা চালায় ওই বন্দুকবাজ। তার মধ্যে দু’টি বাড়ি ব্রুকহেভেন এলাকায়, অন্যটি বোগ চিট্টোতে। ডেপুটি শেরিফ তখন তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। তাঁকে একেবারে সামনে থেকে গুলি করে আততায়ী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ২০:২৬
Share:

মিসিসিপিতে বন্দুকবাজের হামলার পর এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ।

বন্দুকবাজের হামলায় আমেরিকার মিসিসিপি প্রদেশের লিঙ্কন কাউন্টিতে ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন কাউন্টির ডেপুটি শেরিফও। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন আততায়ী ৩৫ বছর বয়সী কোরি গডবোল্টকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মিসিসিপি পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেন জানিয়েছেন, শনিবার রাতে লিঙ্কন কাউন্টির তিনটি বাড়িতে হামলা চালায় ওই বন্দুকবাজ। তার মধ্যে দু’টি বাড়ি ব্রুকহেভেন এলাকায়, অন্যটি বোগ চিট্টোতে। ডেপুটি শেরিফ তখন তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। তাঁকে একেবারে সামনে থেকে গুলি করে আততায়ী। সেখানেই লুটিয়ে পড়েন ডেপুটি শেরিফ। তবে আততায়ীর মোটিভ এখনও জানা যায়নি।

আরও পড়ুন- ‘পাথর না ছুড়ে ওরা গুলি করলেই আমাদের সুবিধা হতো’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement